আল-আমীন শামসুন একাডেমি

সামাজিক অবস্থার সার্বিক রূপান্তর করতে হলে যে বাংলার মুসলমানের চাই নৈতিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক শিক্ষা। চাই জ্ঞানের জগতে প্রবেশের আমুল্য চাবিকাঠি – এই কথাটি বুঝেই একদিন পথ চলা শুরু করেছিল আল আমীন শামসুন একাডেমি। আজ রাজ্যে জুড়ে বেশ কয়েকটি জেলায় সমভাবাপন্ন মানুষদের নিয়ে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান একই ভাবনা নিয়ে এই পথে এগিয়ে চলেছে।
কিন্তু এগিয়ে চলার শেষ নেই কেননা রাজ্যে র প্রা য় আ ড়া ই কোটি মুসলমান জনজীবন সর্বত্র পৌঁছানোর সাধ্য নেই আল আমীন শামসুন একাডেমির যদিও লক্ষ সেটাই। সবার উন্নতি না হলে কেউ কেউ পিছিয়ে পরে থাকলে, ................ বিস্তারিত

prayer

ডে-বোডিং

উদ্দেশ্যঃ- যথাযথ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সু- শৃঙ্খল জীবন গঠনে অভ্যস্ত করা। সুন্দর পাঠদানের ব্যবস্তা। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন। নিয়মিত ইনডোর এবং আউটডোর গেমস এর ব্যবস্থা।

ডে-বোর্ডিং এর প্রয়োজনীয়তা :- শিশু প্রতিদিন বিদ্যালয়ে যে সকল পাঠ গ্রহন  করে তা পুনরায় বুঝে নিয়ে নিয়মিত অনুশীলন করা একান্ত প্রয়োজন এবং এক্ষেত্রে বড়োদের তার পাশে থেকে তাকে সাহায্য করা প্রয়োজন কিন্তু বাস্তবে অভিভাবকরা গৃহশিক্ষকের উপর দু-বেলা সেই দায়িত্ব অর্পন করেই নিশ্চিন্ত হতে চান। কিন্তু উপযুক্ত গৃহশিক্ষক না পাওয়ার ফলে শিশুর দৈনন্দিন ঞ্জানার্জন বাস্তব সম্মত হয়ে ওঠে না। শিশুর বেড়ে ওঠার সময় সঙ্গী না পাওয়ার ও একাধিক পারিপার্শিক পরিবেশ তার অনুকূল না হওয়ায়, বিকেলের খেলাধূলা জীবন থেকে উধাও হওয়ার মুখে। তাই বিদ্যালয়ের আঙ্গীনায়  সহপাঠীদের মাঝে, দক্ষ শ্রেণী শিক্ষকদের সহযোগিতা ও অন্যান্য শিক্ষকদের সহায়তায় তার প্রতিদিন বেড়ে ওঠার পথকে আরও সুন্দর করার প্রচেষ্টাই ডে-বোর্ডিং ভাবনার মূলে।

প্লে-হাউস

একটি তিন বছরের কম বয়সের শিশু মায়ের কল আর পরিবার পরিজন অর্থাৎ নিজের বাড়ির পরিবেশ পরিচিতি হওয়ার পরে বিদ্যালয় অভিমুখী করিবার জন্য শিশুর হিসাবে খেলার ছলে ধাপে ধাপে মূল পঠন পাঠনে খাপ খাওয়ানো বা অভ্যস্ত করিবার এক্তি উল্লেখযোগ্য অধ্যায় ‘প্লেহাউস’ এর মাধ্যমে শিক্ষা দেওয়া ।
নার্সারি ক্লাসের পূর্বে প্লেহাউস এর মাধ্যমে পড়াশুনা শিক্ষাবিদগণের মতামত অনুযায়ী এক সময় উপযোগী গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হইয়াছে ।

ভিডিও

আমাদের বৈশিষ্ট্য

  • ইংরাজী, হিন্দি, আরবীসহ বাংলা মাধ্যমে পাঠদান।
  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ কনভেন্ট স্কুলের সিলেবাস অনুসারে পঠন-পাঠন ও পরীক্ষা গ্রহণ ।
  • মানবিক মূল্যবোধের বিকাশের ইসলামিক বুনিয়াদি শিক্ষা এবং সুনাগরিক গড়ে তোলা ।
  • দেশপ্রেম জাতীয়তাবোধ ও সমাজগঠনে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা ।
  • মনোরম পরিবেশে প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী দ্বারা শিক্ষাদান ও সার্বিক তত্ত্বাবধান ।
  • একাধিক টার্মিনাল পরীক্ষার মাধ্যম নিরবিচ্ছিন্ন মুল্যায়ন ।
  • প্রতিটি বেঞ্চে দল ও দলনেতা নির্বাচনের মাধ্যমে উন্নত পাঠ দান।
  • শিক্ষার সাথে সাথে খেলাধুলার চর্চা ।
  • কুইজ, আবৃত্তি তাৎক্ষনিক বক্তৃতার অনুশীলন ।
  • স্কুল ক্যাম্পাসে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর সম্মুখে প্রার্থনার সময়ে তাৎক্ষনিক বক্তৃতা দানের দ্বারা ছাত্র, ছাত্রীদের মনোবল বৃদ্ধির বাবস্থা ।

  • বুদ্ধির বিকাশের (ব্রেনের ব্যায়াম) জন্য মানস অঙ্কের বাবস্থা ।
  • যে কোন পাঠ দীর্ঘক্ষণ স্মৃতিতে ধরে রাখার জন্য মানস মানচিত্রের দ্বারা পাথদান।
  • কম্পিউটারের প্রাথমিক প্রশিক্ষণ।
  • ছাত্র-ছাত্রীর অভিভাবক ও একাডেমির শিক্ষকদের নিয়ে প্রয়োজন মতো কাউন্সেলিং করা হয়ে থাকে।
  • একাডেমির নিজ-তহবিল থেকে দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের সুব্যবস্থা আছে।
  • ১৫:১ আনুপাতে পড়ানো হয়।

বিভিন্ন শ্রেণীতে ভরতি হওয়ার প্রয়োজনীয় বয়স

প্রাথমিক জ্ঞাতব্য

অবশ্যই মেনে চলা উচিত

 

ভর্তির প্রক্রিয়া

ভর্তি হওয়ার সময় শিশুর বার্থ সার্টিফিকেট এবং হেলথ সার্টিফিকেট -এর জেরক্স কপি আনা প্রয়োজন ।

শিক্ষার্থীরা স্কুল থেকে যা যা সংগ্রহ করবে

বিদ্যালয়ের নির্দিষ্ট করা খাতা, স্কুল ডায়েরি, একাডেমিক ক্যালেন্ডের, ইউনিফর্ম, স্পোর্টস ড্রেস, স্টুডেন্টস আই.ডি.কার্ড, শিক্ষা সামগ্রী, বিশেষ অনুষ্ঠান সামগ্রী।

আগামী দিনের লক্ষ্য

পাঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ মানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থপনে উৎসাহিত ও আগ্রহী মানুষের সহগগিতা

উন্নত মানের কোচিং এর ব্যাবস্থা (পঞ্ছম হইতে স্নাতক)

এলাকা ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা

মুন্সিডাঙ্গা, বাঁকড়া, মউখালি, নিবরা, নয়াবাদ, ধাসড়া, অঙ্কুরাটি, হাওড়া পিলখানা, জগাছা, ডাসী,একসরা, রানিহাটী ।